1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাল্টে গেছে গ্রামীণচিত্র, ব্যস্ত লেপ তোষক তৈরির কারিগররা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪ সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু ৫ আগস্ট সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তারেক – ইউনুস আলোচনার পর মানুষের মাঝে স্বস্তি ফিরিলেও কয়েকটি দল এটিকে ভালো ভাবে মেনে নিতে পারছেনা— আমিনুল হক  গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত : বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

পাল্টে গেছে গ্রামীণচিত্র, ব্যস্ত লেপ তোষক তৈরির কারিগররা

বিশেষ প্রতিনিধি।রাজবাড়ী।।
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২১৬ বার

সারাদেশেই গত কয়েকদিন ধরে দরজায় কড়া নাড়ছে শীত।কাঁধে বাশের লেপ তৈরির জিনিস নিয়ে ধুনটদের হাকঁ ঢাক আর চোখে পড়েনা।পুরনো লেপ তোষক নতুন লেপ কিংবা নতুন লেপ তোষক তৈরি করতে কারিগররা গ্রামে গ্রামে ঘুরতো লেপ তৈরি করতো। গ্রামের চির চেনা দূশ্য না থাকলেও শীতের আগমনীর সাথে বিভিন্ন লেপ-তোষক কারিগরদের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। রাজবাড়ী জেলাটি চারপাশ নদী বেষ্ঠিত হওয়ায় এবং কল কারখানা কম থাকায় ঘন কুয়াশা সহ শীতের তীব্রতা অনেক বেশি।শীতের শুরুতেই কদর বাড়ছে লেপ তোষকের। ব্যস্ত হয়ে উঠেছেন কারিগররা। শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসাবে লেপ-তোষক বানানোর ভিড় পরেছে দোকান গুলোতে। বছরে এসময় ক্রেতাদের ভিড় বাড়ে। সারা বছর অলস সময় পার করলেও শীতের এ সময় টা তাদের ব্যস্ততা বেড়ে যায়। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিরামবিহীন ভাবে চলে লেপ তোষক তৈরির কাজ। শীতের চার মাস ব্যস্ত সময় পার করেন তারা।ষাট বছর ধরে লেপ তোষক বানানোর কাজে নিয়োজিত বিনোদপুরের বাসিন্দা
মোঃ আসাদ সর্দার বলেন, আমরা লেপ তোষক তৈরির কারিগররা অনেক ব্যস্ত সময় পার করছি। তবে চলতি মৌসুমে জিনিসপত্রের দাম বাড়ায় স্বাভাবিক ভাবেই লেপ-তোষক তৈরিতে খরচ বেড়ে গেছে। আর একটি লেপ-তোষক তৈরি করে তাদের ২’শ থেকে মজুরী দেয়া হয়।সব কিছুর দাম বাড়লেও আমাদের দাম বাড়েনি। কাপড়ের মান বুঝেই লেপ-তোষকের দাম নির্ধারণ করা হয়। ৪-৫ হাত লেপের দাম পড়ছে ১০০০ থেকে ১২০০ টাকা। আর তোষক তৈরিতে দাম পড়ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা।তবে এবারে প্রতিগজ কাপড়ে ১০ থেকে পনের টাকা দাম বেড়েছে।তুলায় বেড়েছে ২০ থেকে পচিঁশ টাকা।গার্মেন্টের সাদা ঝুট,ফোমের কাটা অংশ সব কিছুই কিনতে হচ্ছে বেশী দাম দিয়ে।
দেশে শীতের তীব্রতা বাড়লে লেপ-তোষক তৈরি ও বিক্রি আরও বাড়বে এমনটিই প্রত্যাশা করছেন ।শহরের পান্না চত্বরের লেপ দোকানদার আঃ খালেক কে জানান আধুনিক যন্তে উৎপাদিত কম্বল মেট্রেস সহজে পাওয়ার কারনে চাহিদা কমে গেছে।তিনি বলেন, আমরা লেপ তোষক তৈরির কারিগররা অনেক ব্যস্ত সময় পার করছি। তবে চলতি মৌসুমে জিনিসপত্রের দাম বাড়ায় স্বাভাবিক ভাবেই লেপ-তোষক তৈরিতে খরচ বেড়ে গেছে। আর একটি লেপ-তোষক বিক্রি করে তাদের ২’শ থেকে ৩’শ টাকা লাভ হয়। জাজিম, বালিশ, লেপ, তোষক তৈরিতে লাভ কিছুটা কম হলেও কাজে ব্যস্ত থাকায় তারা এখন খুশি। কাপড়ের মান বুঝেই লেপ-তোষকের দাম নির্ধারণ করা হয়। ৪-৫ হাত লেপের দাম পড়ছে ১০০০ থেকে ৮০০ টাকা।লেপ কিনতে আসা সুর্যনগরের আকলিমা জানান যতই আধুনিক গরম নিবারনের কাপড় হোক লেপের মত আরাম দায়ক আর কিছুতেই হয় না।তাছাড়া নতুন জামাই কে লেপ তোষক বালিশ উপহার হিসাবে দেয়া বাঙ্গালীর যে কালচার তা সম্ভবত আর কোন দেশে নাই।এটা বাঙ্গালীর গ্রামীন ঐতিয্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net