1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত ও নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে দিনাজপুরে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত ও নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে দিনাজপুরে মানববন্ধন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২২৫ বার

রাজনৈতিক দলে আরপিও অনুযায়ী ৩৩ শতাংশ নারী নেতৃত্বের পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে নারী ফোরামের উদ্দ্যোগে দিনাজপুরে ঘন্টাব্যপী মানববন্ধন কর্মসুচী পালন ও স্মারকলিপি প্রদান সম্পন্ন।

দিনাজপুর সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজন ও অপরাজিতা‘র সহযোগীতায় ১ নভেম্বর সোমবার সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদের প্রধান গেটে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে রাজনৈতিক দল, নারী জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নারী নেতারা।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০২০ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের গনপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে সকল রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, কিন্তু দীর্ঘ দিনেও কোনো দলেই এনির্দেশনা এখনো বাস্তবায়ন করা হয়নি। ফলে নারীরা ক্ষমতায়নে চরমভাবে বাধার সন্মখীণ হচ্ছে,আমরা চাই সকল রাজনৈতিক দলে নারীকে মুল্যায়ন করা হোক,কোনো ভাবেই আর সময় ক্ষেপন করা চলবে না । মানববন্ধন শেষে তারা আগামী সম্মেলনে ৩৩% নারী জনপ্রতিনিধিত্ব নিশ্চিতের একটাই দাবি জানিয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জায়েদ ইবনে আবুল ফজলের নিকট স্মারকরিপি প্রদান করেন। এছাড়াও আওয়ামীলীগ এবং বিএনপির দলীয় কার্য্যালয়েও স্মারকরিপির কপি প্রদান করা হয়েছে

স্মারকলিপিতে তারা বলেছেন, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশন-এসডিসি’র অর্থায়নে এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশনের কারিগরি সহায়তায় বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা প্রিপ ট্্রাস্ট, খান ফাউন্ডেশন, রূপান্তর ও ডেমক্রেসিওয়াচ‘র সহযোগীতায় দেশের ৬টি বিভাগের ১৬টি জেলার ৬২টি উপজেলায় ৫৪১টি ইউনিয়নে ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ নিয়ে কাজ করছে।

অপরাজিতা প্রকল্পের লক্ষ্য হচ্ছে স্থানীয় শাসন প্রক্রিয়ায় নারীদের সমান অংশগ্রহণ, রাজনীতিতে প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব বিকাশে অবদান রাখা। বাংলাদেশ নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদ ৯০বি-তে বলা আছে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারীর প্রতিনিধিত্ব, ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে এক টার্গেট ছিলো সেটার সময় শেষ হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কমিটিতে নারীদের অর্šÍভুক্ত করেছে ঠিকই,কিন্তু লক্ষ্য মাত্রার তুলনায় অনেক পিছিয়ে। বাংলাদেশ নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ থেকে দল নিবন্ধনের অধ্যায়টি তুলে দিয়ে ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০’ নামে নতুন আইন (খসড়া) তৈরী করেছে এবং সময়সীমা বর্ধিত করা হবে বলে এক আলোচনা আছে। যা এখনও বাস্তবায়ন হয় নাই। আপরাজিতারা এই সকল বিষয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সাথে নিয়মিত আলোচনা করছে। এই মানববন্ধনটি ১লা নভেম্বর/২১ সারাদেশের ছয়টি বিভাগের ১৬টি জেলার ৬২টি উপজেলায় একসাথে পালন করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারী উন্নয়ন ফোরামের সা: সম্পাদক মোছা: কুলসুম বেগম,সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবু চৌধুরী, ডেমোক্রেসী ওয়াচের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছা: জুলিয়া আকতার চৌধুরী,অপরাজিতা প্রকল্পের সদর উপজেলা সম্বনয়কারী মুশফিকুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net