চট্টগ্রাম জেলা পরিষদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন- স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি।
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এতে প্রধান আলোচক ছিলেন।
বক্তব্য রাখেন- চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল ইকবাল প্রমূখ