বাঁশখালীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে জাতীয় যুব দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সোমবার (১ নভেম্বর) বিকেল ৩টায় অফিসার্স ক্লাব হলরুমে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভা ও যুব ঋণ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মায়মুনর রশিদ।
এসময় প্রশিক্ষিত যুব, যুব মহিলা ও উদ্যোক্তাগণ এবং যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত ৬ জনকে ২ লক্ষ ৪০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঁশখালী উপজেলা উদ্দীপনের কো-অর্ডিনেটর নজরুল ইসলাম।