‘দৈনিক স্বদেশ বিচিত্রা ’ পত্রিকার পঞ্চম বর্ষপূতি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসদস্থ জয়নাল টাওয়ারে অবস্থিত মীরসরাই প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক জার্নালিস্ট’স কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কেটে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতি ছিলেন। দৈনিক স্বদেশ বিচিত্রা স্টাফ রিপোর্টার অজয় কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।
এই সময় উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল বলেন, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ৫ বছরে দেশের পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই পত্রিকার সাংবাদিকেরা লেখনীর মাধ্যমে উঠে আসুক মুক্তিযুদ্ধে স্বপক্ষে, সরকারের উন্নয়ন অগ্রগতি কথা।
বিশিষ্ট সমাজকর্মী ও ঢাকা সাংবাদিক ইউনিয়ে সদস্য বাবু স্বপন চৌধুরী বলেন, যেখানে খ্যাতিমান সাংবাদিক, যাদের লেখনীতে ধার আছে, সত্য সংবাদ নির্ভয়ে প্রকাশ করে। তারই একটি জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা। সংবাদপত্রের মাধ্যমে জনগণ আসল সত্য ঘটনা জানতে পারে। তবে এখন অনেকে সাংবাদিক পরিচয় দেয়, তারা মনগড়া তথ্য দিয়ে বিভ্রান্ত করে। সত্যিকারের সাংবাদিকতা যারা করে তারা নিরলসভাবে শ্রম মেধা দিয়ে তাদের পেশাকে সমৃদ্ধ রেখেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার মীরসরাই প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, মোহনা টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম সোহেল,কমল পাটোয়ারী, দৈনিক বানিজ্য প্রতিদিন, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি হামিদুর রহমান তুষার,
মাস্টার ট্রাভেল্স ইন্ট্যানেশাল এর স্বাত্তাধিকারী এম আলা উদ্দিন, বিশিষ্ট সমাজকর্মী শাহাদাত হোসেন ও মোহম্মদ আলমগীর হোসেন প্রমুখ।