কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধিন মেদাকচ্ছপিয়া বনবিটস্থ জাতীয় উদ্যানের জায়গা দখল করে বসতি নির্মাণ করলে তা উচ্ছেদ করা হয়েছে।
৩ নভেম্বর (বুধবার) বিকেলে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা শাহিন আলম বলেন, ফুলছড়ি রেঞ্জের অধিনস্থ মেদাকচ্ছপিয়া বনবিভাগের জায়গায় কতিপয় অবৈধ দখলদার বসতঘর নির্মাণ করে জায়গা দখলে নেন।
বিষয়টি ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তাকে জানালে তাঁর নির্দেশে বুধবার বিকেলে একদল বনকর্মীরা অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা গুড়িয়ে দিয়ে দখল উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় মেদাকচ্ছপিয়া বনবিটের স্টাফ, হেডম্যান, ভিলেজার ও সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন।