কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতাধিন ক্লাব ম্যানেজমেন্ট (সিএমসি) কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী। ইভটিজিং বন্ধে ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে অগ্রণী ভূমিকা পালনে গুরুত্বারোপ করে বক্তব্য প্রধান করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হিসাব রক্ষক মুহা. মনির হোসেন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোকাদ্দেস আলী, ১৪টি কিশোর-কিশোরী ক্লাবের আওতাধিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বারগণ, সুশীল সমাজের প্রতিনিধি, চেয়ারম্যানদের প্রতিনিধিবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, ক্লাব কো-অর্ডিনেটর, জেন্ডার প্রমোটর, কিশোর-কিশোরী ক্লাবের জেলা সুপার ভাইজারসহ নেতৃবৃন্দ।