1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জনপ্রিয়তার শীর্ষে থাকা তিন ইউপি সদস্যের হ্যাট্রিক জয় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

চৌদ্দগ্রামে জনপ্রিয়তার শীর্ষে থাকা তিন ইউপি সদস্যের হ্যাট্রিক জয়

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১৭২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে থাকা তিন ইউপি সদস্যের হ্যাট্রিক জয়ে এলাকায় খুশির জোয়ার বইছে। উৎসব মুখর পরিবেশে নিজ নিজ কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পেরে ভোটাররা বেশ আনন্দিত। স্থানীয় ভোটারসহ সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন টানা তিনবার ইউপি সদস্য নির্বাচিত হওয়া উপজেলার কনকাপৈত ইউনিয়নের ১নং ওয়ার্ডের (পন্নারা, কাগাইশ, মলিয়ারা ও ভানুস্বর) ডা. সোহরাওয়ার্দী, ঘোলপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের (সলাকান্দি, তুলাপুষ্করনী, ঘোলপাশা, জুগিরখিল, গুজরা ও উজানমুড়ি) মো: রিয়াজ হোসেন, ৯নং ওয়ার্ডের (কোমাল্লা, নোয়াপড়া ও বীরচন্দ্রনগর) মো: বেলাল হোসেন। ডা. সোহরাওয়ার্দী ফুটবল প্রতীক নিয়ে ৫৯৮ ভোট পেয়ে, মো: রিয়াজ হোসেন ‍টিউবওয়েল প্রতীক নিয়ে ১১৪৫ ভোট পেয়ে এবং মো: বেলাল হোসেন ফুটবল প্রতীক নিয়ে ৬৪৮ ভোট পেয়ে তৃতীয়বারের মত জগগণের রায়ে ইউপি সদস্য নির্বাচিত হন।

এ বিষয়ে ডা. সোহরাওয়ার্দী জানান, সাধারণ ভোটারদের ভালোবাসায় টানা তৃতীয়বার ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় ভোটারসহ এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুখে-দুঃখে আমি সবসময় এলাকাবাসীর পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ্।

মো: রিয়াজ হোসেন বলেন, গত দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করেছি। টানা তৃতীয়বার নির্বাচিত হওয়া তারই প্রমাণ। সামনের দিনেও সাধারণ মানুষের খেদমতে নিজেকে বিলিয়ে দেয়ার চেষ্টা করবো।

মো: বেলাল হোসেন বলেন, সরকারী সকল সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করেছি। তাই ভোটারটা আবারও আমাকে ইউপি সদস্য নির্বাচিত করেছে। আমি তাদের সে ভালোবাসার দাম দেয়ার চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net