মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৩-তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: সারওয়ার হোসেন বাবু।
শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গেইটে এ দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ হয়। এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল আলম মুরাদ, তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান, কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল, মোঃ মহিউদ্দিন আহমেদ, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কামাল পারভেজ, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম কামরুল হাসান তুষার, মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ দেলোয়ার।
এ সময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।