1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো মাগুরা মুক্ত দিবস - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো মাগুরা মুক্ত দিবস

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৪৮ বার

নানা কর্মসূচীর মধ্য দিয়ে ০৭ ডিসেম্বর মঙ্গলবার পালিত হলো মাগুরা মুক্তদিবস ।
১৯৭১ সালের এই দিনে মাগুরা পাকহানাদার মুক্ত হয়।
এ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামসহ, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ব শাসিত দপ্তর ও বেসরকারি সকলভবনে আলোকসজ্জাকরণ, সকালে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কাউন্সিলের পতাকা উত্তোলন করা হয়।
পরে আছাদুজ্জামান মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, মাগুরা জেলা আওয়মীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণসম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ আরো অনেকে। বিকেলে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ‘মাগুরা জেলা শত্রুমুক্ত হওয়ার প্রেক্ষাপট ও বীরমুক্তিযোদ্ধাদের ভূমিকা’-শীর্ষক আলোচনা সভায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন।
পরে অনুষ্ঠিত হয় দেশ-বিদেশের শিল্পিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net