পাবর্ত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসন এবং আইসিটি অধিদপ্তরের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১২ডিসেম্বর) টাউন হলে রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার উম্রাচিং চৌধুরীর এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগরামার রেহান উদ্দীন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন ও বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াস হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা মো: আনোয়ার হোসেন সহ প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন।
পরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা।
সভায় রামগড় উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।