দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত,খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ইউনিয়ন পরিষদ সমুহের সংরক্ষিত ও সাধারণ আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৫ডিসেম্বর)সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মেমং মারমা,গুইমারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আলমঙ্গীর হোসেন,গুইমারা ,গুইমারা সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মিজ ঝর্ণা ত্রিপুরা,হাফছড়ি ইউ,পির সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,নবনির্বাচিত চেয়ারম্যান মংশে চৌধুরী,গুইমারা সদর ইউ,পি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,সিন্দুকছড়ি ইউ,পি চেয়ারম্যান রেদাক মারমাসহ স্থানীয় সাংবাদিক।উপজেলার তিনটি ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত(নারী)ইউ,পি সদস্য এবং সাধারণ সদস্যগণ(পুরুষ)শপথ গ্রহণ করেন।
তার আগে গত ১২ ডিসেম্বর২০২১ খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে,গুইমারা উপজেলার গুইমারা সদর ইউনিয়ন,হাফছড়ি ইউনিয়ন এবং সিন্দুকছড়ি ইউনিয়নে,নবনির্বাচিত ইউ,পি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,মংশে চৌধুরী এবং রেদাক মারমার শপথ গ্রহণ করেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।