মোঃ জুয়েল রানা, তিতাসঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলা তথা দেশ বিদেশে অবস্থানকারী বাংলাদেশের সম্মানিত নাগরিকবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ তিতাস উপজেলা শাখার আহ্বায়ক ও উপজেলার সদর ৪নং কড়িকান্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মহান বিজয় দিবসে গভীরভাবে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ত্রিশ লাখ বীর শহীদ ও দুই লাখ মা-বোনকে। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
শুভেচ্ছা বার্তায় সবাইকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভাচ্ছা জানিয়ে তিনি বলনে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যদিয়ে অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার, শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব অর্জিত স্বাধীনতা আর রাষ্ট্রনায়ক শেখ হাসিন বলিষ্ঠনেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী যুবলীগ বদ্ধপরিক। বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গীবাদ, মৌলবাদ, স্বাধীনতা বিরোধী অপশক্তির জায়গা হবেনা।
তিন শুচেচ্ছা বার্তায় যুব সমাজের উদ্দোশ্যে আহবান জানিয়ে বলেন, আসুন ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত এ বিজয় দিবসে শপথ করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্ব নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার কাজে দায়িত্বশীল ভূমিকা রাখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।