ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যালী, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এর আগে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়।
শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইতি বেগম, অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ প্রমূখ।