আগামী ৫ জানুয়ারি চাটখিল উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে ভোট চাইলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
বিকালে পরকোট ইউনিয়নে দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত এক মতবিনিময় সভায় নৌকার পক্ষে কাজ করার জন্য সকল নেতা কর্মীদের কাজ করার আহবান জানান।
এ সনয় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বৃহত্তর নোয়াখালী জেলার মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহামান বেলায়েত, চাটখিল উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সাবেক মেয়র ও সদস্য নোয়াখালী জেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটি মোহাম্মদ উল্ল্যা পাটোয়ারী, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্নআহবায়ক মাসুদুর রহমান শিপন, সদস্য নোয়াখালী জেলা আওয়ামীলীগ আহসান হাবিব শমীর, উপজেলা ভিআর ডিবির চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক নজরুল দেওয়ান, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক সাজ্জাদ হোসেন মিল্টন,
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরকোট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খায়রুল বাশার।