রুখবাে দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ” আন্তর্জাতিক দুর্নীতি বিরােধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানব বন্ধন ও পতাকা উত্তোলন শেষে দুর্নীতি মুক্ত সমাজ গঠনের প্রয়ােজনীয়তা বিষয়ক আলোচনা সভা উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হােসাইন আবু তৈয়ব। উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও এ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহিন, কাউন্সিলর রফিকুল আলম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি শীলা নন্দী, সদস্য এটিএম গোলাম মোস্তফা। মাষ্টার নাসির উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাষ্টার দেলোয়ার হোসেন ও রণজিৎ কুমার ভট্টাচায্য।