বর্ণিল আয়োজনে কুমিল্লায় ব্র্যাক (কৃত্রিম প্রজনন সার্ভিস প্রোভাইডার) এআইএসপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) ব্র্যাক লানিং সেন্টার ও আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে সাফল্যের অগ্রযাত্রায় ৩৬ বছর শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১৮০জন এআই কর্মী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. নজরুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক শাহজামান খান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল সেলস ম্যানেজার প্রধান কার্যালয়, ব্র্যাক এআফই এন্টার প্রাইজ ডা. মো. শওকত আলী, সিলেট অঞ্চলের সেলস ম্যানেজার মো. বাদশা মিয়া, জোনাল ম্যানেজার ইস্ট জোন এএফএম মানজুরুর রহমান, মো. নজরুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার, মাইক্রোফাইনান্স কর্মসূচী কুমিল্লা। ব্র্যাক এরিয়া সেলস ম্যানেজার, কুমিল্লা আ. রাজ্জাক, ব্র্যাক জেলা সমন্বয়ক কুমিল্লা, জিয়া উদ্দিন আহাম্মেদ
কুমিল্লা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. নজরুল ইসলাম বলেন, দুধ ও মাংসের উৎপাদন করতে কৃত্রিম প্রজননেন বিকল্প নেই। এখন আমরা মাংস থেকে দুধ উৎপাদনে বেশী গুরুত্ব দিচ্ছি। কুমিল্লায় দুধের চাহিদা ৫. ৪৩ লক্ষ মে.টন আমাদের উৎপাদন ৪.৬৭ লক্ষ মে.টন । তাই আমরা দুধ উৎপাদনে বেশী গুরুত্ব দিচ্ছি। তাই কৃত্রিম প্রজননের বিষয়ে সবাইকে নীতিমালা অনুকরণ করতে হবে। ফি আদায়ের বিষয়ে সরকারি, বেসরকারি কর্মী সবাইকে সহনশীল ও সহযোগীতা করতে হবে। তাহলে আমরা সফল হবো।
অনুষ্ঠানের শেষ পর্বে দুইজন এআই কর্মীর পরিবারের হাতে দু’ই লক্ষ টাকা অনুদান ও বর্ষসেরা কৃত্রিম প্রজননকারী৪৩ এআই কর্মীদের সন্মাননা প্রদান করে ব্র্যাক। দিন ব্যাপী সম্মেলনের সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী মুক্তি সাহা ঈশিতা।