1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় প্রশাসনের সহযোগিতা চেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নওশাদের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুবিতে এবার আরেক হাউজ টিউটরের পদত্যাগ ঠাকুরগাঁও জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল রেজাউল ও শ্রেষ্ঠ ওসি ফিরোজ কবির চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক রাউজানে হক কমিটির উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারকে নিত্যপণ্য সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে- ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে ৬৪৮ জন আনসার সদস্য ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কাঁচা রাস্তা পাকা জন্য খুঁড়ে রাখে এর কোনো তথ্য নেই, এলজিডি প্রকৌশল অফিসে ? নবীনগরে ব্রি কর্তৃক শতাধিক কৃষকদের দিনব্যাপি প্রশিক্ষণ ঠাকুরগাঁওয়ে ধর্মগড়- কাশিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার উৎকোচ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত বাঁশখালীতে সহস্রাধিক গাছ কেটে সাবার করেছে ইউপি চেয়ারম্যান, বনবিভাগ জব্দ করেছে ২০০ টুকরা!

ভোলায় প্রশাসনের সহযোগিতা চেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নওশাদের সংবাদ সম্মেলন

ভোলা জেলা প্রতিনিধি॥
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৮৫ বার

ভোলার দক্ষিণ দিঘলদীতে নির্যাতন, অগ্নিসংযোগ, বোমা হামলা, নারীর সম্ভ্রমহানী ও লুটতরাজের ঘটনায় নিরাপত্তা ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের গাজীপুর রোডস্থ নিজ বাড়িতে দক্ষিণ দিঘলদী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নওশাদ হোসেন মুন এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নওশাদ হোসেন মুন জানান, তিনি জাতীর জনক বঙ্গবন্ধু ও তার সু-যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ভোলা সদরের দক্ষিণ দিঘলদীতে একজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী। তার মার্কা হচ্ছে আনারস। তিনি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে কাগজপত্র দাখিল করার পর থেকেই তার প্রতিপক্ষ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইফতারুল হাসান স্বপনের নেতৃত্বে তার ক্যাডার ও গুন্ডা বাহিনী পুরো ইউনিয়নের সাধারণ মানুষের উপর নির্যাতনের স্টীমরোলার চালানো শুরু করেছে। তার উপস্থিতিতে ক্যাডাররা দক্ষিণ দিঘলদীর বটতলা বাজারে তার নির্বাচনী অফিস ভাংচুর করেছে। বাজারের ব্যবসায়ীদের দোকান-পাটে হামলা, লুটতরাজ ও ভাংচুর চালিয়ে সেগুলোতে তালাবদ্ধ করে রেখেছিলো। ঘটনা জানতে পেরে পুলিশ সুপার ওই তালা খুলে দেন।

এরপর থেকে সেখানে স্বপন বাহিনীর তান্ডবলীলা থেমে থাকেনি। তার সমর্থন করায় একেরপর এক সাধারণ ভোটারদের উপর নির্যাতন-নিপিড়ন ও হামলা অব্যাহত রেখেছে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী স্বপনের বাহিনী। রাত-দিন বিরামহীনভাবে গ্রামের আনাচেকানাচে এসব সন্ত্রাসীরা গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে দক্ষিণ দিঘলদীর জনপদকে অশান্ত করে তুলেছে। স্বপন ও তার অস্ত্রধারীরা এ পর্যন্ত গ্রামের শতাধিক নারী-পুরুষকে হামলা করে আহত করেছে। তার লাইসেন্স করা অস্ত্রের সাথে আরো বহু অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষকে গুলি করছে। অথচ, তার লাইসেন্সকৃত অস্ত্রটি প্রশাসন জমা নিয়ে থানায় রেখেছেন, যা খুবই দু:খজনক। ক্যাডাররা শুক্রবার (৩১ ডিসেম্বর) ভোররাতে তার গ্রামের বসত বাড়ীর বৈঠকখানাটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগামী ৫ জানুয়ারী তার কোন সমর্থকরা ভোট কেন্দ্রে গেলে তাদের হত্যা, গুম ও হামলা করে গুরুত্বর জখম করার হুমকি দিচ্ছে স্বপন ও তার স্বশস্ত্র সন্ত্রাসীরা।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নওশাদ হোসেন মুন আরো জানান, নির্বাচনে তার প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ইফতারুল হাসান স্বপন তার নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারতে হবে বলে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে হুমকি দিচ্ছেন। ভোট কেন্দ্রের পরিবেশ বিনষ্ট ও কেন্দ্রে দখলে নিতে স্বপন তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলেও বলে বেড়াচ্ছেন। ইতিমধ্যে ভোট ডাকাতি করতে তার নিকটাতœীয় জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসানকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। শুধু তা-ই নয়, স্বপন পরিবারের নিয়ন্ত্রিত তার চাচা সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদের মাতা মরহুমা ফাতেমা খানমের নামীয় বাংলাবাজারস্থ “ফাতেমা খানম” কলেজের অধিকাংশ শিক্ষকগণকে দক্ষিণ দিঘলদী’র ভোট কেন্দ্রেগুলোর প্রিজাইডিং ও পুলিং অফিসার হিসেবে নিয়োগ দেয়ার ব্যবস্থা করেছেন। যাতে নিজেদের ইচ্ছেমত ভোট ডাকাতি করা যায়। চেয়ারম্যান প্রার্থী ইফতারুল হাসান স্বপনের ভাই মইনুল হোসেন বিপ্লব উক্ত কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি। এসব নীল নকশা করে স্বপন বাীহনী এখন পুরো ইউনিয়নবাসীকে এক ভীতিকর অবস্থার মধ্যে জিম্মি করে রেখেছেন। গ্রামের মানুষের উপর ব্যাপকভাবে নির্যাতন চালাতে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ভাড়াটিয়া কয়েকশত স্বশস্ত্র ক্যাডারদেরকে দক্ষিন দিঘলদীতে এনে রেখেছেন।

এরাই এখন প্রকাশ্যে গ্রামে অস্ত্রের মহড়া চালাচ্ছে। উদ্ভুত পরিস্থিততে দক্ষিন দিঘলদীতে আগামী ৫ জানুয়ারীর নির্বাচনে সাধারণ ভোটাররা অবাধ ও শান্তিপূর্ণ ভোট প্রদান করতে পারবেন কি-না সে বিষয়ে তিনি এবং এলাকার জনগন খুবই সংশয় আর দ্বিধার মধ্যে রয়েছেন।

তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, এসব ঘটনাগুগো যাচাই-বাচাই ও তদন্ত করে সাংবাদিকদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে প্রশাসনের কানকে সজাগ করে দ্রুত ব্যবস্থা নিতে সেখানকার মানুষকে সহযোগিতা করার দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম