গতকাল ১০ ই ডিসেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়াম হলে রক্তিম ব্লাড ডোনার সোসাইটির ২য় প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্ভোদন করেন ৩২ নং ওয়ার্ড কাউন্সিউলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জহুর লাল হাজারী । রক্তিম ব্লাড ডোনার সোসাইটির সভাপতি ক্লিনটন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অশোক গুপ্ত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, ডাঃ সন্তোষ কুমার দে, সাহেদুল কবির চৌধুরী, শিল্পী দাশ, মৌসুমী চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন রকি দাশ, জুয়েল মজুমদার, চয়নিকা মজুমদার, শ্রæতি দে ।
সঞ্চালনায় ছিলেন রিফাত আফরোজ ও আশীষ চৌধুরী, আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রবিন, নিউটন, নয়ন, তাহসান, অসিত, সুমন, রাজকুমার, পলাশ, রাধিকা, প্রিয়া মজুমদার, প্রিয়া ধর, সুমি, মিশু, রানা, শহিদুল, জাবেদুল, তাজরুল, সুজয়, আকাশ, বাপ্পু, বেলাল, নাহিদুল, কৌশিক, রাকিবুল মাওলা প্রমুক। প্রধান অতিথি বলেন, বর্তমানে নতুন প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে বের হয়ে সেবার মাধ্যমে মানবিক কাজে এগিয়ে আসতে হবে। পৃথিবীর মধ্যে যত সেবা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সেবা স্বেচ্ছায় রক্তদান। এই স্বেচ্ছাসেবী সংগঠন গুলো দিনে-রাতে মানুষের আপদে-বিপদে রক্তদান সেবার মাধ্যমে সহযোগীতা করে। তাদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহবান জানান। উক্ত কর্মস‚চীর মধ্যে ছিল ব্লাড গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যা সেবা, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় পথ শিশুদের মাঝে খাবার বিতরণ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সম্মাননা প্রদান।