জমকালো আয়োজনের মধ্যেদিয়ে রাউজান সরকারি কলেজ মাঠে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস পালন করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবসটি কার্যক্রম শুরু হয় সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাক উত্তোলণ ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে অর্পণ এবং বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী মধ্যেদিয়ে।বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সব পেশাজীবী, সব সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সমাজের সর্বস্তরের সাড়ে ৩ হাজার জন জাতীয় পতাকা ও মাস্ক পরিধানপূর্বক অবস্থান করে শপথ গ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিধান করে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।এছাড়াও রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান করা হয়।প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন,মোহাম্মদ,মুক্তিযোদ্ধা ইউছুফ খান চৌধুরী।