রাউজানে শহিদ বুদ্ধিজীবি দিবসে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্বা জানান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।১৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ও রাউজান উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম,সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, আওয়ামী লীগ নেতা এস এম বাবর, মাহবুল আলম, জসিম উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী, সৈয়দা আফরোজ রেহেনা, বাবর উদ্দিন, যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, ইমরান হোসেন ইমু, মুন্সি জয়নাল আবেদীন, সাজ্জাদ হেসেন,রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,বেলাল হোসেন সিফাত, জাহেদ, সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।