রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান হযরত গফুর আলী বোস্তামী (চারাবটতল ) বাজারের ক্রেতা বিক্রেতাদের সুবিধা বাড়াতে বাজার সেড নির্মান করা হচ্ছে। এই বাজারে পশ্চিম রাউজান, আইলী খীল, ওয়াহেদের খীল, জঙ্গল রাউজান, ফকির তকিয়া, ঢালার মুখ, রাউজান রাবার বাগান, কাজী পাড়া, রহমত পাড়া, রাউজান ইউনিয়নের রশিদর পাড়া জয়নগর বড়ুয়া পাড়া, কেউটিয়া, ডাবুয়া ইউনিয়নের মেলুয়া, কলমপতি এলাকার বাসিন্দারা প্রতিদিন ছুটে আসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে।এছাড়াও রাউজানের বিভিন্ন এলাকা থেকে সবজি, মাছ, মাংস ব্যবসায়ীরা মাচ, মাংস, সবজি বিক্রয় করতে আসেন । প্রতি বৎসর ঈদুল আজহার সময়ে হজরত গফুর আলী বোস্তামী (চারাবটতল ) বাজারের নতুন বাজারে বিশাল গরু ছাগলের বাজার বসে। উত্তর চট্টগ্রামের মধ্যে প্রসিদ্ধ কোরবানীর পশুর হাট হিসাবে পরিচিতি হয়ে উঠেছে এই বাজার। বাজারের উন্নয়নের জন্য রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ নতুন করে বাজার সেড নির্মান কাজের উদ্যোগ নিয়েছে।গতকাল ১৫ ডিসেম্বর বুধবার দুপুরে বাজারের নতুন বাজার সেডের নির্মান কাজের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও তসলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী, ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি ও রাউজান জলিল নগর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী, আজিজুল হক কোম্পানী, আবদুল নবী মেম্বার, মোজাজ্জমেল হক খোকন মেম্বার, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ ।