রাউজানকে সমৃদ্ধ করতে রাউজানের সাংবাদিকদের ভুমিকা প্রশংসনীয়। এক সময় সন্ত্রাসের জনপদ ছিল রাউজান। প্রতিনিয়ত সংগঠিত হতো হত্যা, অপহরন, চাদাঁবাজী, চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ। রাউজানের সাধারন মানুষ ছিল সন্ত্রাসীদের হাতে জিম্মি। রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় সন্ত্রাসের এ জনপদ এখন শান্তির জনপদে পরিণত হয়েছে। রাউজানের সাংসদের অক্লান্ত প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে রাউজান উপজেলা দেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে পরিচিতি লাভ করেছে। এ ক্ষেত্রে রাউজানের সাংবাদিকদের ভুমিকা প্রশংসনীয়। গতকাল ৩১ ডিসেম্বর শুক্রবার রাউজান প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলায় বক্তারা তাদের বক্তব্যে একথা বলেন। রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের রাউজান রাবার বাগান মাঠে অনুষ্ঠিত বার্ষিক বনভোজন ও মিলন মেলায় সভাপতিত্ব করেন বনভোজন আয়োজক কমিটির আহবায়ক রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম। রাউজান প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম রমজান আলীর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী।
বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ কামরুল আজম, রাউজান থানার ওসি তদন্ত কায়সার হামিদ, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদুস, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, সাংবাদিক খোরশেদুল আলম শামিম, রাবার বাগানের ব্যবস্থাপক রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা শফিউল আলম, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, মুছা আলম খান, পরিবেশ নেতা এম এন আবছার, যুবলীগ নেতা তপন দে, সেলিম উদ্দিন, আবু ছালেক, সাবেক ছাত্রনেতা ইমরান হোসাইন ইমু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, শাহাজাদা ওবাইদুর রহমান পেটান শাহ। উপস্থিত ছিলেন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, মাওলানা বেলাল উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, শাহেদুর রহমান মোরশেদ, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমির হামজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলামা বাবু । সদস্য আরফাত হোসেন শাহাদাত হোসেন সাজ্জাদ,লোকমান আনচারী, মো: আলাউদ্দীন, সাংবাদিক সোলায়মান আকাশ, চিত্র সাংবাদিক রায়হান,ব্যবসায়ী ওসমান ও এরশাদ প্রমুখ। অনুষ্ঠানে রাউজান প্রেস ক্লাবের পক্ষ থেকে ২০২২ সালের বর্ষপঞ্জীর মোড়ক উম্মোচন করা হয়। এছাড়া দরিদ্র মেধাবী শিক্ষার্থী অন্তর পাল আকাশকে শিক্ষা উপকরন বাবদ আর্থিক সহায়তা প্রধান করা হয়। এর আগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।পরে রাউজানের খ্যাতিনামা শিল্পিরা গান ও নৃত্য পরিবেশন করেন।