ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ১৬ডিসেম্বর২০২১ইং রোজ বৃহস্পতিবার মহান বিজয় দিবসের ৫০বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়।এ উপলক্ষে অদ্য সকাল ৬-৪০ মিনিটে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, আ’লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন,অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে৷
রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আ” লীগ সভাপতি অধ্যক্ষ সাইদুল হক এর সভাপতিত্বে আ’লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর ম্যুরাল বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ।
এদিকে সকাল ৯ টায় রেলি শেষে রানীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে১১টায় একই মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টীভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথীর বক্তব্য দেন সাবেক এমপি ইয়াসিন আলী,আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম,ওসি এস এম জাহিদ ইকবাল,এসিল্যান্ড ইন্দ্রজিৎ সাহা,আ”লীগ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রিয়াজুল ইসলাম,বিদেশী চন্দ্র রায়, সিরাজুল ইসলাম,মোতাল্লেব হোসেন, রিয়াজুল ইসলাম ও হবিবর রহমান,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম,রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি কুশমত আলী প্রমুখ।এ ছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বিকেল ৪ টায় একই মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয়ভাবে সম্প্রচারিত সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সন্ধ্যায় কলেজ মাঠেই রানীশংকৈল সংগীত বিদ্যালয়, ষড়জ শিল্পি গোষ্ঠী,কেন্দ্রীয় সংগীত বিদ্যালয় ও শিল্পলোক একাডেমির যৌথ আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও প্রভাষক প্রশান্ত বসাক৷