জাতীয় শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় সন্দ্বীপ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিনকে (৩২) সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৫ ডিসেম্বর রবিবার সকালে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কবি আবদুল হাকিম অডিটরিয়ামে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
মাস্টার মোঃ নুরুযযামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জে পি দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, এন এ সেলিম, তাহমিনা বেগম,আইয়ুব আলী,
হুমায়ুন কবীর সেলিম প্রমুখ। কবিতা আবৃত্তি করেন মোশারফ হোসাইন নূর। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, ‘এ ধরনের অনুষ্টান কালেভদ্রে দেখা যায়। কোন ব্যক্তির কার্যক্রম ব্যতিক্রম ও উল্লেখযোগ্য হলেই এধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্জনকে স্বীকৃতি না দিলে মানুষের কর্মস্পৃহা কমে যায়।মোহাম্মদ মাইন উদ্দিন স্বচ্ছতার সাথে কাজ করছেন। অধস্থনদের জন্য এ ধরনের সৎ, কর্মঠ কর্মকর্তা আশির্বাদসরুপ।’ এছাড়াও শিক্ষকদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেছেন কর্তৃপক্ষ। যেখানে গুণী লোকের কদর করা হয়, সেখানেই গুণী লোক বারবার জন্মগ্রহণ করেন। যারা ভালো করবে তাদের সন্মান করলে, সন্দ্বীপে আরও গুনীজন জন্মগ্রহন করবেন।’
সংবর্ধিত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আপনারা শিক্ষকরা আমাকে সবসময় বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন, তাই আজকের এই সফলতা। আমি এসেছি নিজে জ্বলতে এবং আপনাদেরও জ্বালাতে। এই সংবর্ধনার যোগ্য ছিলাম না। আপনারদের অান্তরিকতা ও ভালোবাসার আজ আমি মুগ্ধ।’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ যারা তাকে শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত করেছেন সকলকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন মাঠ পর্যায়ের উপজেলা সমূহের মধ্যে (গ্রেড ৫ হতে গ্রেড ১০ ভুক্ত) ক্যাটাগরীতে ২০০০-২০২১ বর্ষে মনোনয়ন পান মোহাম্মদ মাইন উদ্দিন। সরকারী কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭ অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নির্বাচিত কর্মচারীদের প্রতি অর্থবছরে শুদ্ধাচার চর্চার নিমিত্তে পুরস্কার প্রদান করা হয়।