1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে নবধারা সামাজিক সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

তিতাসে নবধারা সামাজিক সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২০৮ বার

কুমিল্লা তিতাস উপজেলার সমাজকল্যাণ মূলক ও অরাজনৈতিক সংগঠন “নবধারা” এর উদ্যোগে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ১২টি ও নারান্দিয়া ইউনিয়নের ৩টি গ্রামের ১৮০ জনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার কড়িকান্দি বাজার মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ। এসময় নবধারা সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা কালীন সভাপতি শাহাবুদ্দিন, স্থায়ী কমিটির সদস্য ডাঃ নাজমুল ইসলাম, কড়িকান্দি বাজার কমিটির সভাপতি আঃ খালেক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সওদাগর, ব্যবসায়ী জিয়াউর রহমান, আব্দুল কাদের জিলানী, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলাম প্রমূখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ছাইদুর ভূঁইয়া, ৩নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন, ৪নং ওয়ার্ডের শামীম হোসেন লিটন, ৫নং ওয়ার্ডের মাজহারুল ইসলাম, ৭নং ওয়ার্ডের ফজর আলী, সংরক্ষিত মহিলা মেম্বার সাধনা, জোছনা, নার্গিস, সংগঠনের সাবেক সভাপতি ফারুক ভূঁইয়া সরকার, কড়িকান্দি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সজল ভূঁইয়াসহ সংগঠনের সদস্য ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম মুরাদ বলেন, সমাজকল্যাণ মূলক সংগঠন নবধারা দীর্ঘদিন যাবত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতে আরও ব্যাপ্তি ঘটবে বলে আমি আশাবাদী। সংগঠনের সদস্যরা অনেক কষ্ট করে যে অর্থ উপার্জন করে তার কিছু অংশ সমাজের অবহেলিত মানুষের কল্যাণ সাধনে ব্যায় করছে যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

উল্লেখ্য, নবধারা সংগঠনটি বিগত সাত বছর যাবত কড়িকান্দি ইউনিয়নসহ তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষকে রক্তদান, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী, ঈদ উপহার, অসহায় ও দুঃস্থ মানুষের চিকিৎসা বাবদ অর্থ সহায়তাসহ নানা সমাজমূলক ও সেবামূলক কার্যক্রম করে আসছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net