সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় ১৯ বছর পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ২নং বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ ও ৬ নং মৌডুবী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ ডিসেম্বর) নির্বাচনের এ তফসিল ঘোষনা করা হয়। ইউনিয়নটিতে সীমানা বিরোধের মামলা থাকায় দীর্ঘ ১৯ বছর নির্বাচন বন্ধ ছিলো।
তফসিল ঘোষানার পর ইউনিয়নটি সাধারণ ভোটারদের মাঝে ভোটের আমেজ ফিরে আসে। চায়ের দোকান থেকে শুরু করে ইউনিয়নের সর্বত্র এখন চলছে নির্বাচন নিয়ে নির্বাচনী আমেজ। অপরদিকে সম্ভাব্য প্রার্থীরা যুক্ত হচ্ছেন ভোটের প্রচারণায়।