1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিম্নচাপের প্রভাবে লাকসামের কৃষকের স্বপ্ন পানির নিচে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের গ্রাম প্রতিনিধি সভা অনুষ্ঠিত সাবেক আইজিপি মামুনের জবানবন্দি হাসিনার দুঃশাসনের অকাট্য দলিল : চিফ প্রসিকিউটর চাঁদাবাজির মামলায় প্রতারক সিকদার লিটনের জামিন আবেদন নাচক ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই : আপিল বিভাগ জুলাইয়ে আহত ১৫৬০ জনের পরিবার পাচ্ছে ফ্ল্যাট বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে: হাইকোর্ট ভিপি নুর ও লুৎফরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে রায় ঘোষণা শুরু জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা: আইন উপদেষ্টা

নিম্নচাপের প্রভাবে লাকসামের কৃষকের স্বপ্ন পানির নিচে

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি |
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৩০ বার

ঘূর্ণিঝড় জাওয়াদ-পরবর্তী নিম্নচাপের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে লাকসামের বিভিন্ন এলাকায় রবি মৌসুমে বোরো ধানের বীজতলা তলিয়ে গেছে। জমে থাকা পানি অপসারণ করা না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন জমিতে সম্প্রতি রবি মৌসুমে বোরো
ধানের বীজ লাগানো কৃষকরা।

লাকসাম উপজেলায় রবি মৌসুমে বোরো
ধানের আবাদ হয় বেশি কয়েক দিনের বৃষ্টিতে এই উপজেলার অনেক এলাকায় বোরোধান বীজতলা পানিতে তলিয়ে গেছে। অনেক বীজতলা ক্ষতিগস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে অনেক চাষি নতুন করে বীজতলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন।শুধু বোরো ধানের বীজতলা নয় উপজেলার বিভিন্ন এলাকায় আলুর বীজ ও শীত মৌসুমের বিভিন্ন প্রজন্মের শাকসবজি পানিতে তলিয়ে গেছে। এসব বীজতলা পুরোটাই নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।বিভিন্ন এলাকায় জমির আল কেটে, বালতি দিয়ে সেচে বৃষ্টির পানি সরানোর কাজে ব্যস্ত দেখা গেছে কৃষকদের। আরও বৃষ্টি হলে ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাবে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে লাকসাম উপজেলা গঠিত। রবি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৭০০ হেক্টর ।
এরমধ্যে বোরো বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮৩.৫ হেক্টর জমি, বীজতলা করা হয়েছিল ৯০ হেক্টর। রবি পুনর্বাসন ও প্রণোদনার আওতায় ৩২০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড বীজ , ৮০০ জন কৃষককে ৫ কেজি করে উফশী বীজ,১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।সম্প্রতি অতিবৃষ্টিতে ৯০ শতাংশ বীজতলা ডুবে যায়। অনেক স্থানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭০ হেক্টর জমির বীজতলা পুরো নষ্ট হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, রবি মৌসুমে বোরোধান
এবারও চাষিরা সময়মতো বীজতলা তৈরি করেছিলেন। তবে গত রবি ও সোম থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বর্ষণ হয়। এতে উপকূলীয় এই নিচু এলাকার সব বীজতলা ডুবে যায়। উপজেলার যেসব এলাকার পানিনিষ্কাশনের ব্যবস্থা তুলনামূলক ভালো, সেখান থেকে বৃষ্টি থামার দু–এক দিনের মধ্যে পানি নেমে গেছে। তবে সেসব বীজতলার চারার অবস্থাও ভালো নেই। আর এখনো অনেক এলাকার বীজতলা পুরোপুরি পানির নিচে।বিস্তীর্ণ বোরো ধানের জমিতে বৃষ্টির পানি জমে আছে। আটকে থাকা পানি সরাতে জমির আল কেটে, বালতি ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে জমির পানি সেচের কাজ করছেন কৃষকরা। উপজেলার বিস্তীর্ণ এলাকার ধানের জমির যেদিকেই চোখ যায় একই অবস্থা লক্ষ্য করা গেছে।রবি, সোম ও মঙ্গলবার দুপুরে উপজেলার,শ্রীয়াং,কাকৈয়া,রাজাপুর,লক্ষিপুর,পরানপুর,হামিরাবাগ,সালেপুর,ইরুয়াইন, আউশপাড়া, ডিমাতুলী,কামড্যা,ভাকড্যা, কান্দিরপাড়া,গোবিন্দপুর, ইছাপুরা, সাতঘর, নরপাটি, কার্দ্রা, বাকই, বিজরা, মুদাফরগঞ্জ, আজগরা, উত্তরদা,মনপাল ও বাটিয়াভিটা গ্রাম ঘুরে দেখা গেছে একই চিত্র।কৃষকদের অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারের কাছ থেকে নামমাত্র ইজারা নিয়ে অথবা প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকা ব্যক্তিরা অধিকাংশ খাল দখলে রেখেছেন। ইজারাদার আর তাঁদের প্রতিনিধিরা খালে জাল ও বেড়া দিয়ে মাছ শিকার করেন। এতে পানিনিষ্কাশনসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে প্রয়োজনের সময় যেমন পানি সরছে না, তেমনি দিন দিন খালের নাব্যতা কমছে।
লক্ষিপুর গ্রামের কৃষক কবির হোসেন মজুমদার, আউশপাড়া গ্রামের জাহাঙ্গীর ও হিরন মিয়া
বলেন, তাঁর বীজতলা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আবার বীজতলা তৈরির জন্য বেশি দামে বীজধান সংগ্রহ করেছেন। এতে তাঁর ধান লাগানোর সময় অন্তত তিন সপ্তাহ পিছিয়ে যাবে।
মুদাফরগঞ্জ দঃ ইউনিয়নের চাষি মোঃশহীদ উল্লা
এ বছর ১৬ বিঘা জমিতে রবি মৌসুমে বোরো ধানের চাষের পরিকল্পনা করেছিলেন। ১৫ দিন আগে বীজতলা তৈরি করেন। চারা কিছুটা বড়ও হয়েছিল। এখন বীজতলায় এক হাত পানি থই থই করছে।
সমাজসেবী মনপাল গ্রামের লুৎফুর রহমান খোকন ও লক্ষিপুর গ্রামের আসাদুজ্জামান মিলন বলেন, অধিকাংশ চাষির বীজতলা পানির নিচে চারার মাথায় পচন ধরেছে। হতদরিদ্র কৃষকরা এখন দিশেহারা। কেউ কেউ নতুন করে বীজতলা তৈরির চেষ্টা করছেন। এতে খরচ বাড়বে। অনেকে ভালো বীজ জোগাড় করতে পারছেন না। নতুন বীজতলার চারা রোপণের উপযোগী হতে মৌসুমে শেষ দিকে চলে আসবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, এখন চলছে রবি মৌসুম এ উপজেলা বীজতলা করা হয়েছে ৯০ হেক্টর, অধিকাংশ বীজতলা পানিতে নিমজ্জিত হলেও, পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে, পানি সরে গেলে ক্ষতি নিরূপণ করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net