রাউজানের চিকদাইর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ, যু্বলীগ, ছাত্রলীগের উদ্যোগে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় চিকদাইর পাঠানপাড়া এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আনোয়ার মিয়া।প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত চিকদাইর ইউনিয়ন পরিষদের প্রিয়তোষ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চিকদাইর ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি সেলিম উদ্দিন। যুবলীগ নেতা জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ হানিফ মেম্বার, সাবেক ছাত্র নেতা আবুল বাশার, সাইফুল ইসলাম, ইউপি সদস্য জাগের হোসেন, প্রদীপ শীল,আ.লীগ নেতা রোকন উদ্দিন, যু্বলীগ নেতা জাহেদুল আলম জাহেদ, আ.লীগ নেতা ওয়াসিম,যুবলীগ নেতা রাশেদুল আলম রনি, সাবেক ছাত্রলীগ নেতা নাঈম উদ্দিন টারজান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মাসুদ রানা, আব্দুল নবী কোখন, নাছির উদ্দিন,এরশাদ আলী, সোহেল, ইলিয়াছ, সোলাইমান,আব্দুর রহমতসহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ,ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই দুইবারের নবনির্বাচিত চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীকে সংবর্ধিত করা হয়।