খাগড়াছড়ির রামগড়ে ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে অকুতোভয় মুক্তিসেনা ও ভারতীয় মিত্র বাহিনীর সম্মিলিত প্রতিরোধের মুখে তৎকালীন পার্বত্য চট্রগ্রামের প্রথম মহকুমা শহর এবং ১নং সেক্টরের হেডকোয়ার্টার রামগড় সম্পূর্ণভাবে হানাদার মুক্ত হয়। এই দিনে বিজয় পতাকা ওড়ে রামগড়ের আকাশে।
বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শিশু-কিশোর ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগহনে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে শেষ হয়।
পরে বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বিশ^ প্রদিপ ত্রিপুরা, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবলু মজুমদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী নুরুল আলমসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।