1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে শ্বশুর কর্তৃক আলোচিত পুত্রবধূ ধর্ষণের ঘটনায় মুল আসামীসহ ২ জন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

লালমনিরহাটে শ্বশুর কর্তৃক আলোচিত পুত্রবধূ ধর্ষণের ঘটনায় মুল আসামীসহ ২ জন গ্রেফতার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২১১ বার

লালমনিরহাটের বহুল আলোচিত শশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের ঘটনায় ধর্ষক শশুর সহ ২জনকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।
এনিয়ে লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা দুপুরে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, প্রায় দেড় মাস আগে জেলার আদিতমারী থানার উত্তর তালুক পলাশী গ্রামের মকসুদুর রহমানের ছেলে হাবিবুর রহমানের সাথে ভিকটিমের বিয়ে হয়।
ঘটনার দিন গত ২৯ নভেম্বর সকাল আনুমানিক ৮ টার দিকে ভিকটিমের স্বামী অটো বাইক চালক কাজে বের হয়ে গেলে বাড়িতে কেউ না থাকায় অসুস্থ্য পুত্রবধূ কে ঔষধের কথা বলে চেতনা নাশক খাইয়ে, হাত বেধে মুখ চেপে ধরে জোর পুর্বক ধর্ষণ করে ঘর থেকে বেরিয়ে যায়। পরে ভিকটিমের স্বামী বাড়ি এসে তাকে নগ্ন অবস্থায় দেখে উদ্ধার করে এবং ঘটনার বিষয় ভিকটিমের কাছে জানতে পারে।
পরে ঘটনাটি জানাজানি হলে, আসামি মকসুদার রহমান (৫০)এর সহযোগী মাহাতাব উদ্দিনের ছেলে আসামি জাহাঙ্গীর আলম (৩২), মৃত বদিয়ার রহমানের ছেলে মনছুর আলী (৬০), মৃত করিম উদ্দিনের ছেলে আলম মিয়া (৬০) বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার কথা বলে ভিকটমকে আসামির বাড়িতে জোর পূর্বক আটকে রেখে ভিকটম ও তার বাবাকে মামলা না করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
পরে ঘটনা জানতে পেয়ে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার নির্দেশে আদিতমারী থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ভিকটমকে বন্ধ ঘড় থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে লালমনিরহাটের আদিতমারী থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেন।
পরে রাত ভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার মুল আসামি শ্বশুর মকসুদার ও আসামি মনছুর আলীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার সাক্ষ্য প্রমান পাওয়া গেছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net