হাটহাজারীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস যথাযথভাবে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) হাটহাজারী উপজেলা পরিষদের সম্মুখস্থ চট্টগ্রাম-রাউজান মহাসড়ক সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন এর পূর্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রবীণ সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, ইউএনও মো. শাহিদুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মোক্তার বেগম মুক্তা এবং সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন।
এতে হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের (১৫ বিএনসিসি ব্যাটালিয়ন, কর্ণফুলী রেজিমেন্ট) সক্রিয় ক্যাডেটরা অংশগ্রহণ করেছে।