নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ও জেলা আওয়ামিলীগের সদস্য আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলম।
রোববার সকালে খিলপাড়া ইউনিয়নের নাহারখিলে রহমত উল্ল্যাহ ও আজিজিয়া ফাউন্ডেশন এর উদ্যেগে শতাধিক দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খিলপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণের সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরাও চাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই শীতার্তদের পাশে দাঁড়িয়ে তাদের সহতা করার আহ্বান জানান।