হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- দাতা সদস্য গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য জসিম উদ্দিন চৌধুরী, শেখ মোহাম্মদ ইউসুফ, নুরুল আলম, আবুল কাসেম।
শনিবার (৮ জানুয়ারি) দুপুরে প্রধান শিক্ষক/সচিব নেয়ামত উল্যাহ মীর’র পরিচালনায় বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় আরো ছিলেন- সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পলি রাণী মুহুরী, শিক্ষক প্রতিনিধি শফিউল আলম, ফয়েজ উল্লাহ শাহ এবং সংরক্ষিত মহিলা শিক্ষক গোপা রাণী পাল।
সভায় আলহাজ্ব নাজিম উদ্দিন এর সুযোগ্য সন্তান আনিস উদ্দিনকে শিক্ষানুরাগী সদস্য হিসেবে প্রস্তাব উত্থাপন করলে সকলেই তা সমর্থন করেন।