1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৪ ঘন্টা ডট নিউজের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ফখরুলের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের বৈঠক ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’ শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের এনটিআরসিএ ঘেরাও

২৪ ঘন্টা ডট নিউজের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বদরুল হক ;
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ২৬৬ বার

অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও অতিথিদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। পোর্টালের সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোটার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পোর্টালের উপদেষ্টা সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি নিরুপম দাশগুপ্ত,প্রেস ক্লাবের সদস্য ও মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাস, প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আয়ুব আলী। স্বাগত বক্তব্য রাখেন পোর্টালের প্রকাশক নুর মোহাম্মদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, সমাজ পরিবর্তন ও জাতীয় উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তিনি ২৪ ঘন্টা ডট নিউজের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে দায়িত্ববোধ থেকে আরো বেশি অনুসন্ধানী রিপোর্ট পরিবেশনের জন্য আহ্বান জানান। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নয়,সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই একজন গণমাধ্যম কর্মীর নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আলোচনা পর্ব শেষে দেশ ও সমাজ গঠনে বিভিন্নভাবে অবদান রাখায় ২৪ ঘন্টা ডট নিউজের পক্ষ থেকে বিশিষ্টজনদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সম্মানিত অতিথিদের মধ্যে শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করে ২৪ ঘন্টা ডট নিউজ।

তাছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রামের জ্যোষ্ঠ সাংবাদিক কাজী আবুল মনসুর, মুক্তিযোদ্ধা সাংবাদিক হিসেবে দেবপ্রসাদ দাস, রেমিটেন্স যোদ্ধা নজরুল ইসলাম ও জাহেদ হোসেন, করোনা মহামারীতে মানব সেবায় বিশেষ অবদানের জন্য খন্দকার লতিফুর রহমান আজিম, সমাজ সেবার জন্য বিশিষ্ট ব্যবসায়ি মোহাম্মদ মুছা ও নাট্যজন হিসেবে সজল কান্তি চৌধুরীকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। সবার শেষে কর্মমুল্যায়নে পোর্টালে কর্মরত জেলা উপজেলা প্রতিনিধিদের সম্মাননা প্রদান ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়। এর আগে বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন ২৪ ঘন্টা ডট নিউজের সম্পাদক-প্রকাশক ও সংবাদকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net