নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭ম ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
২৪ই জানুয়ারী (সোমবার) বিকাল ৪ ঘটিকায় সিরাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগামী ৭ই ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতা বিহীন করার লক্ষ্যে ১নং সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদ-প্রার্থীদের নিয়ে অফিসার ইনচার্জ, কোম্পানীগঞ্জ থানা এর উদ্যোগে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সকলের টিকা নিশ্চিত করত মাস্ক পরিধান বাধ্যতামূলক করে সংশ্লিষ্ট বিট অফিসার এর মাধ্যমে উক্ত জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ,জনাব সাজ্জাদ রোমন’র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) জনাব আকরামুল হাসান, বিশেষ অতিথি পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান, রিটার্নিং অফিসার, জনাব শাহ কামাল পারভেজ। উক্ত সভায় চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীরা ধারাবাহিকভাবে নিজেদের মতামত ও অভিযোগ ব্যক্ত করেন।
উক্ত সভায় বক্তারা একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, সংঘাতহীন, আশঙ্কামুক্ত নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। প্রার্থীদের মতামতের উপর ভিত্তি করে অফিসার ইনচার্জ ও প্রধান অতিথি মহোদয় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করেন।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ধারাবাহিকতায় আজ থেকেই কোম্পানীগঞ্জের বিভিন্ন সীমানা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।