চট্টগ্রাম বায়েজিদ থানার ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া নটিশ,এরপর মহল্লার বিভিন্ন স্থানে দখলকৃত জমির দলিল উল্লেখ করে পোস্টার লাগানোয় বিপর্যস্থ ভুক্তভোগী ও তার পরিবার।স্থানীয় পূর্ব কুলগাঁও এলাকায় মসজিদের নাম ব্যবহার করে জনৈক নুরুল আলমের জমি রাতারাতি দখল, ভরাট করে অবকাঠামো নির্মাণের পরে গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে সামাজিক ভাবে একঘরেবা সসমাজচ্যুত করে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া যায়। ইতিপূর্বে ভুক্তভোগী চট্টগ্রাম আদালতে একটি মামলা (৪৭৫/২০২১)দায়ের করেছিলেন যার ফলে এলাকায় অনেকটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয় ,কারণ যেকোনো সময় হামলার ঘটনার ঘটে যাওয়ার আশংকা প্রকাশ করেন। ভুক্তভোগী জানান সময়ে অসময়ে বিভিন্ন লোক দিয়ে হুমকি ধমকি এমনকি থানায় তুলে নিয়ে ইচ্ছেমতো মারাবে বলেও হুমকি দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য বিষয় হলো চলমান মামলা এবং জমি দখল করে অবকাঠামো নির্মাণ নিয়ে ইতিপূর্বেই বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়,এছাড়াও হাটহাজারী উপজেলা ভুমি অফিস যে প্রতিবেদন দিয়েছে আদালতে তা মামলা দায়েরকারীর পক্ষে হওয়ায় স্থানীয় কাউন্সিল অফিসকে ব্যবহার করে হয়রানির উদ্দেশ্যে নোটিশ দিয়ে কাউন্সিলরের মাধ্যমে নাজেহাল করার অপচেষ্টাও চালানো হয়েছে সর্বশেষ জাল জালিয়াতির মাধ্যমে সৃজন করা দলিল দস্তাবেজ পোস্টার আকারে এলাকায় বিভিন্ন স্থানে লাগিয়েছে বলে জানান ভুক্তভোগীর পরিবার । তাছাড়া অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল দিয়ে গালিগালাজ ও হুমকি ধমকি ছাড়াও আবদুল মালেক নিজেই ভুক্তভোগী ও মামলার বাদী নুরুল আলমকে জমি নিয়ে কথা বললে বা জমির আশেপাশে এলে শরীর থেকে মাথা আলাদা করে দিবেন বলে হুমকি দিয়েছে। এই বিষয়টি নিয়ে বায়েজিদ থানার ওসি কামরুজ্জামান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে এই ব্যাপারে ব্যক্তির পরিচয় কখনো বাধা নয় এবং কেওই আইনের উর্ধ নয় তাছাড়া ভুক্তভোগীর উচিৎ থানায় অভিযোগ দেওয়া যাতে পুলিশের সহযোগিতা করার ব্যবস্থা থাকে অন্যথায় কিভাবে সম্ভব। গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে সামাজিক ভাবে একঘরে করার বিষয় নিয়ে জানতে চাইলে ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু বলেন,যেহেতু বাদী বিবাদী উভয়ই আমার পরিচিত এবং এলাকার বাসিন্দা তাদের মধ্যে বিবাধমান বিষয়টা সালিসি প্রক্রিয়ায় সমাধানের উদ্দেশ্যেই নোটিশ দিয়েছেন এখানে আদালত অবমাননা করা উদ্দেশ্য নয়।এছাড়া হাটহাজারি উপজেলা ভুমি অফিসের সহকারী কমিশনার বলেন, ভুমি সংক্রান্ত আদালতের আদেশ জারি হওয়ার পরে সংশ্লিষ্ট মামলার বাদী বিবাদীদের সাথে আলাপ আলোচনা করে সমস্ত দলিল দস্তাবেজ যাচাই-বাছাই করে ভুমি অফিসের আমীন দ্বারা জরিপ করার পরে স্ক্রাচম্যাপ সহ প্রতিবেদন দেওয়া হয়েছে। আদালতে প্রতিবেদন দেওয়ার পরে এসব ঘটনা খুবই দুঃখজনক বলে মনে করেন ভুমি অফিসের এই কর্মকর্তা। জাল দলীল সৃজন করা প্রসঙ্গে তিনি বলেন যথাযথ প্রমাণিত হলে জেলসহ অর্থদন্ডের বিধান রয়েছে বলে জানান। উল্লেখ থাকে যে,মসজিদ কমিটির দায়িত্বে থাকা কতিপয় ব্যক্তির একক সিদ্বান্তে মসজিদের নিয়মিত কার্জক্রম প্রায় বন্ধই রয়েছে,দায়িত্বরত কমিটির সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক আবদুল খালেক,সহ-সভাপতি এনামসহ জনৈক আব্দুল মালেক গংদের ব্যক্তিগত স্বার্থের কোন্দলের কারণে মসজিদের জায়গা জমি দখল করা নিয়ে মামলা মোকদ্দমা হলে তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই জাল দলীল সৃজন করার মাধ্যমে এলাকায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
উপরোক্ত বিষয় নিয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল খালেক এর সাথে কথা বলে জানা যায়,মসজিদ কমিটির সভাপতি আজিজুল হকের কাছে সমস্ত দলিল দস্তাবেজ রয়েছে এবং ভুক্তভোগী নুরুল আলম এর উদৃতি দিয়ে তিনি বলেন যেহেতু নুরুল আলম জানিয়েছিল কমিটির কাছে কোন প্রকার দালিলিক প্রমাণ পত্র থাকলে তিনি জমি ছেড়ে দিবেন তারই প্রমাণ হিসেবে সমস্ত দলিল দস্তাবেজ পোস্টার আকারে এলাকায় লাগানো হয়েছে।এই প্রসঙ্গে আদালতে মামলা চলা অবস্থায় যাবতীয় দলিল দস্তাবেজ আদালতে বা ভুমি অফিসে না দিয়ে এভাবে এলাকায় পোস্টার আকারে লাগানো আইন অনুযায়ী কিনা জানতে চাইলে তিনি মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লাগানো হয়েছে বলে জানান। তিনি আরো বলেন মসজিদের নিজস্ব সম্পত্তি অর্থাৎ ওয়াক্বফ করা বলে উল্লেখ করলেও ওয়াক্বফ স্টেট এর ইসি নাম্বার বা স্বারখ নাম্বার বলতে পারেন নাই।ইতিমধ্যেই কথিত মসজিদ কমিটি বিভিন্ন ভাবে জাল জালিয়াতির মাধ্যমে দলিল দস্তাবেজ সৃজন করেছেন যা স্থানীয় কয়েকজন মুরুব্বিদের সাথে কথা বলে জানা যায়।এছাড়াও মসজিদ যে জায়গায় নির্মান করেছে তা মসজিদ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি যা দালিলিক প্রমাণ রয়েছে।মসজিদ কমিটি বিভিন্ন ভাবে জমি জমা সংক্রান্ত বিষয়ে কোনপ্রকার দলিল দস্তাবেজ যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন জমি মসজিদের বলে বিভ্রান্তি সৃষ্টি করে দখলের অপচেষ্টা অব্যাহত রেখেছে।এছাড়াও বিশাল অংকের টাকা নিয়ে মসজিদ এবং সামাজিক কবরস্থানের জমি কতিপয় ব্যক্তির পারিবারিক কবরস্থান হিসেবে দখল দিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। উল্লেখ্য বিষয় হলো আজিজুল হক একাধারে মহল্লার সদ্দার এবং মসজিদের সভাপতি তিনি তার পদ পাদবি ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়টা এলাকার বাসিন্দাদের মুখে মুখে,এমনকি নিজের আপন ভাইয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে মসজিদ কমিটির মাধ্যমে রাতারাতি জমি দখল করে ভরাট করে অবকাঠামো নির্মাণ করে ফেলেছেন।এখন গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে সামাজিক ভাবে একঘরে করে দিবেন বলে হুমকি দিয়েছে এমনকি মারা গেলে কবরের জায়গা দিবে না বলে মসজিদের মাইকে ঘোষণা করেন। সবমিলিয়ে ভুক্তভোগী পরিবারটি সামাজিক ও পারিবারিক নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাস করছে তিনি এই বিষয় নিয়ে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেন।