চট্টগ্রাম নগর তারা ফাউন্ডেশনের উদ্যোগে থার্টিফার্স্ট নাইটের আনন্দ বাদ দিয়ে অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে কম্বল, শীতবস্ত্র ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে এসব বিতরণ করা হয়।
নগর তারা ফাউন্ডেশনের সদস্যরা বলেন, আমরা চাই বছরের প্রথম প্রহরই ভালো কাজ দিয়ে শুরু হোক। এরই ধারাবাহিকতায় নগর তারা ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম শহরের অসহায়, দরিদ্র ও শীতে কষ্ট করা মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও রান্না করা খাবার বিতরণ করছি। আমরা চাইলে এক সাথে মিলে অসাধারণ কিছু করে ফেলতে পারি ’- এই প্রতিপাদ্যকে ধারণ করে গঠন করা হয় নগর তারা ফাউন্ডেশন,আমাদেন মূল লক্ষ্য সমাজের প্রান্তিক পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। আমরা অসহায় মানুষের পাশে আছে ও ভবিষ্যতে থাকবে।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন— নগর তারা ফাউন্ডেশনের সদস্য মুরাদ আহমেদ শাওন , মোহাম্মদ ইয়াছিন আরাফাত, আবদুল কাদের রুবেল, ইন্জিনিয়ার শীলা,শফিউল আজম, সাইফুল আলম, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ আশরাফ প্রমুখ।