ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি চরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় মোবাইলকোর্ট পরিচালনা করে ২ জনকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মোশারফ হোসাইন।
সোমবার (১০ জানুয়ারি) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী এ অর্থদন্ড প্রদান করা হয়।
নবীনগর থানা পুলিশ, বড়িকান্দি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মোশারফ হোসাইন বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।