ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের আয়োজনে প্রকাশিতব্য কাব্যগ্রন্থ ব্রাহ্মণবাড়িয়ার কাব্যগাঁথা তিতাস ডাঙার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজের শহীদ মিনার চত্বরে এ উম্মোচন অনুষ্ঠিত হয়।
স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম সফর আলীর সভাপতিত্বে ও শিক্ষক ও বাচিক শিল্পী স্বরূপ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী ও স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ঢাকা বিভাগী প্রধান উপদেষ্টা ড. আলহাজ্ব শরীফ আব্দুল্লাহ হিস সাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক অঞ্জন কুমার নাগ, শিশু সাহিত্যিক সরকার জাহানারা ফরিদ, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা লেখক আবু কাউসার সরকার, মরমী লেখক আলেয়া বেগম, কথাসাহিত্যিক আমির হোসেন, লোকসাহিত্য সংগ্রাহক মোঃ জালালউদ্দিন ভূঁইয়া বিপ্লব, লেখক মোহাম্মদ শামীম মিয়া, মলয়া লেখক আব্বাসউদ্দিন হেলাল, লেখক তিতাস হুমায়ুন কবীর, কবি ও শিক্ষক মোহাম্মদ মোছা, লেখক শ্যামল বর্মন শিমুল, লেখক শাকিলা ইয়াসমিন, লেখক নাছিমা আক্তার স্মৃতি, লেখক মারুফা আক্তার, শিক্ষক ও সাংবাদিক আইনুল হক, লেখক মোঃ রাফি তানভীর সম্রাট, বাচিক শিল্পী শুভেন্দু চক্রবর্তী শুভ, নবীনগর আঞ্চলিক কথা গ্রুপের প্রধান এডমিন আবুল বাশার মুন্সী,জুনাইদ আহমেদ প্রমুখ।
মোড়ক উন্মোচনের পর আবৃত্তি ও প্রাণবন্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
‘তিতাসডাঙা’ কাব্যগ্রন্থে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীন প্রবীণ ২৬ জন লেখকের ৫টি করে কবিতা রয়েছে। তিতাসডাঙা’ কাব্যগ্রন্থ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার তারুণ্যের কবিখ্যাত লেখক ও গবেষক এস এম শাহনূর বলেন, “তিতাসডাঙা ব্রাহ্মণবাড়িয়ার কাব্যগাঁথা হলেও নবীন প্রবীণ ২৬ জন লেখকের কবিতাগুলোতে স্বদেশ প্রেম, প্রকৃতি ও মানব জীবনের চিরায়ত সুখ দুখের গল্প বিধৃত হয়েছে। কাব্যপ্রেমি সকলের জন্য এ কাব্যগ্রন্থ।
তিনি আরো বলেন, ‘তিতাসডাঙা’ কাব্যগ্রন্থে বাচিক শিল্পীদের জন্য আবৃত্তি করার মতো বেশ কিছু চমৎকার চমৎকার কবিতা রয়েছে।” তিনি কাব্যগ্রন্থটির বহুল প্রচার ও পাঠক প্রিয়তা কামনা করেন।