ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারী শিক্ষার গুরুত্ব ও বাল্য বিবাহের কুফল বিষয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ নাছিমা বেগম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইতি বেগম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে নারী শিক্ষার বিকল্প নেই। তাই নারীদের শিক্ষার প্রসার ঘটাতে সমাজ থেকে বাল্যবিয়ে দুর করতে হবে।
এসময় তথ্যসেবা সহকারী ও ৫০ জন উদ্যোগী নারী উপস্থিত ছিলেন।