বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার কার্যকরী কমিটির গঠন হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন- দৈনিক আজকের পত্রিকার মো. আবু বক্কর ছিদ্দিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাব এবং চট্টগ্রাম মঞ্চ পত্রিকার হাটহাজারী প্রতিনিধি আসলাম পারভেজ।
সম্প্রতি চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িস্থ এ্যাপোলো শপিং কমপ্লেক্সস্থ কার্যালয়ে রানিং সভাপতি শহিদুল ইসলাম বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিমুল ছাড়াও এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন মহাসচিব আ ফ ম বোরহান।
এতে সভাপতি নির্বাচিত হন মো. আবু বক্কর ছিদ্দিক (আজকের পত্রিকা), সহ-সভাপতি মিলন কান্তি দে (সময়ের আলো), সাধারণ সম্পাদক আসলাম পারভেজ (দৈনিক ইনকিলাব ও চট্টগ্রাম মঞ্চ), সহ-সাধারণ সম্পাদক শাকিল আরাফাত (নতুন বাংলা), সাংগঠনিক সম্পাদক একরামুল কাইছার (নবকণ্ঠ), অর্থ সম্পাদক মো. শিহাব উদ্দিন চৌধুরী (আজকের চট্টগ্রাম), কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আরিফ চৌধুরী, মোহাম্মদ রায়হান সিকদার, মোহাম্মদ কামাল উদ্দিন হোসেন।
এই জয়ের জন্য বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাটহাজারী সমাচার সম্পাদক কে এম ইউসুফ।
তিনি বলেন- যোগ্য ব্যক্তিরাই দায়িত্ব পেয়েছেন, আশা করছি তাদের নেতৃত্বে এতদঞ্চলে সংবাদকর্মীদের নানা অধিকার আদায়ে এবং ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবে।