প্রতিবছর মাইজভাণ্ডারীর ওরশ শরীফ কেন্দ্র করে বসে মাঘের মেলা। এই মাঘের মেলায় কিছু এলাকা জুড়ে বসে মুলা বাজার।উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল মাইজভাণ্ডারী ত্বরিকার প্রবর্তক হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর ১০ মাঘের ওরশ শরীফে বড় বড় মূলা বিক্রির আশায় প্রতি বছর স্থানীয় কৃষকেরা চাষ করে এ মূলার। মাঘের ওরশ আসলে চাষিরা তাদের ক্ষেত্রের উৎপাদিত বড় বড় আকারের মূলা বিক্রির জন্য নিয়ে আসেন মেলায়।এসব বড় বড় মূলাকে স্থানীয় ভাষায় জাপানি মূলা বলা হয়।
ওরশে আগত আশেক ভক্তরা বাড়ি ফিরে যাওয়ার সময়ে একেকজন ২-৩টা বড় বড় আকারের মূলা ক্রয় করে নিয়ে যান। কারণ আশেক ভক্তদের মাঝে এ অঞ্চলের মূলার আলাদা কদর রয়েছে।বিক্রিও হয় ভালো।একেকটি মূলা দুই-তিন হাত পর্যন্ত লম্বা ও ৮-১০কেজি পর্যন্ত ওজন হয়।একেকটি ৮-১০কেজি মূলা২০০- ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়।এই মুলা আশেক ভক্তরা মাইজভান্ডারীর ওরশ থেকে দবারের তাবরুক হিসেবে কিনে নিয়ে যায়।এছাড়াও এ মাঘের মেলায় নানা পন্যের দোকানও বসেছে।