সেশনজট নিরসন ও দ্রুত পরীক্ষা সহ ৫দফা দাবিতে মানববন্ধন করেছে মীরসরাইয়ের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে ক্যাম্পাস প্রাঙ্গনে বুটেক্স অধিভুক্ত সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সম্মিলিত অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনরত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট দাবী জানায়, করোনা মহামারী চলাকালীন সময়ে যে সেমিস্টার লস হয়েছে তা পুষিয়ে নিতে চার মাসে সেমিস্টার করে দ্রুত রিকোভারি প্লান করা, রেজাল্ট, রুটিন ও অন্যান্য কার্যক্রম দ্রুত প্রকাশ করা, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের জুলাই এর মধ্যেই লেভেল ০২ টার্ম ০২ এবং লেভেল ০৩ টার্ম ০২ এর ফাইনাল পরিক্ষা শেষ করা, সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত করার পরপরেই মার্কশিট প্রদান করা যাতে পরিক্ষার্থীরা ইমপ্রুভমেন্ট পরিক্ষা দিতে পারে এবং প্রতি সাব্জেক্টে ইমপ্রুভমেন্ট পরিক্ষা ও রিটেক পরিক্ষার ফি অন্যান্য বিশ্ববিদ্যালয় এর সাথে সামজস্য রেখে ২০০-৩০০ টাকায় নিয়ে আসা, সব কলেজের অধ্যক্ষসহ একজন করে শিক্ষক প্রতিনিধি নিয়ে একটি স্বতন্ত্র বোর্ড গঠন করা, যাতে কলেজগুলোর পরিক্ষার সময়সূচী, রেজাল্ট, মার্কশীট ও অন্যান্য বিষয়ে বোর্ড দ্রুত এবং কার্যকর ও চূড়ান্ত পদক্ষেপ নিতে তৃতীয় কোনো পক্ষের নগ্ন হস্তক্ষেপ না থাকে।
মানববন্ধন কর্মসূচিতে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।