মীরসরাই উপজেলার পহেলা জানুয়ারিতে ২টি নতুন ভবন পেলো ক্ষুদে শিক্ষার্থীরা। উপজেলার ৯ নং মীরসরাই সদর ইউনিয়নের মধ্য মান্দারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০ নং মিঠানালা ইউনিয়নে বানাতলী ছোবহানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন হস্তান্তরিত হয়। নতুন ভবন হস্তান্তরের সময় উক্ত স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই সময় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় চোখে মুখে আনন্দের ছাপ । বানাতলী ছোবহানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম জানান, নতুন বছরের প্রথম দিনে আমরা এই ভবন পেয়ে খুবই আনন্দিত পূর্বের ভবন অত্যন্ত ঝরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বর্তমানে এই দৃষ্টিনন্দিত ভবন পেয়ে আমাদের ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষক আমরা সবাই আনন্দিত এবং জননেত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানাই নতুন এই ভবনের জন্য।
এ সময় মীরসরাই উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, সরকারের চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত প্রকল্পের আওতায় এ দুটি নতুন ভবন করা হয়। প্রকল্প বাস্তবায়নে ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও নির্মাণ তদারকিতে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।