রাউজানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে চার বসত-ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়েছে। ২৮ জানুয়ারি শুক্রবার জুমার সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উপজেলার কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর বালি ম্যানেজারের বাড়িতে।স্থানীয়রা জানান, দুপুরে জুমার নামাজ চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে রাউজান ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে জসিম, তোফায়েল, মোহরম ও ইউছুফের পরিবারে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।