চট্টগ্রাম জেলা পরিষদ থেকে রাউজানে মুক্তিযোদ্ধা সহ ৫শত দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে অনুষ্টিত কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। মুক্তিযোদ্ধারা শীত নিবারেনর জন্য চট্টগ্রাম জেলা পরিষদ থেকে কম্বল পাওয়ায় অনুষ্টানের সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।