রাউজান প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিউল আলম মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য নিবাচিত হয়েছেন। গত ২৫ জানুযারী সোমবার সন্ধ্যায় মাইজভান্ডার দরবার শরীফে গাউসিয়া হক মঞ্জিলে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরীর স্বাক্ষরিত চিঠি পত্র সাংবাদিক শফিউল আলমের হাতে তুলে দেয়া হয়। চিঠিতে মাইজভান্ডার দরবার শরীফ, মাইজভান্ডারীয়া ত্বরিকার শান –মান প্রচার প্রসার এবং গাউসিয়া হক মঞ্জিল প্রতিষ্টিত হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট্রের এর মিশন তথা রাহেবারে আলম হযরত সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারী (মঃ) ”র মিশন ও ভিশন বাস্তবায়নে খেদমতের আঞ্জাম দেওয়ায় তার স্বীকৃতিস্বরুপ রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমকে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রয় পর্ষদ সদস্য হিসাবে নির্বাচন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিউল আলম হক কমিটির কেন্দ্রীয় পর্ষদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিসয়নের যুগ্ন মহাসচিব মহসিন কাজী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, শাহেদুর রহমান মোরশেদ, সাধারন সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য লোকমান আনসারী, আলাউদ্দিন, শাহাদাত হোসেন সাজ্জাদ, আরফাত হোসেন, ব্যবসায়ী জিয়াউর রহমান, ছাত্রসেনা নেতা আমান উল্লাহ সহ বিভিন্ন সামাজিক ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।