৭ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর রাঙ্গাবালীর দুই ইউপির বাংলাদেশ আওয়ামীলী মনোনীত দলীয় প্রতীক নৌকা প্রদান করা হয়।
শুক্রবার (৭ জানুয়ারি) আওয়ামীলীগের এ দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়। বাংলাদেশ আওয়ামীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
রাঙ্গাবালী উপজেলার ২ নং বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীগ মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ওমর ফারুক এবং ৬নং মৌডুবী ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মাহমুদ হাসান রাসেল।