রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা কৃষি বিভাগের উদ্দ্যেগে ফুল চাষে উদ্বুদ্ধ করণের লক্ষে পাহাড়ের প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ফুলের বীজ বিতরণ করা হয়েছে।
আজ ২৪ জানুযারী সকাল ১১ টায় কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বীজ গুলো বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাকির হোসেন, এস আই,হুমায়ন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ ইসলাম, সাংবাদিক সহ সফলভোগী কৃষক গন। উপজেলায় ফুলের চাহিদা মেটাতে সরকার এ পদক্ষেপ হাতে নিয়েছেন। তাই সকল কৃষক ফুল চাষে আগ্রহ বাড়াবেন বলে নিশ্চিত করেন।